Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মাধ্যমিকশিক্ষা  অফিস

ডিমলা,নীলফামারী ।

dimlauseo@gmail.com

বিষয়ঃ জাতীয় তথ্য বাতায়ন তথ্য হালনাগাদ করণ প্রসঙ্গে ।

সূত্রঃ ০৫.৪৭.৭৩১২.০০০.০২.০৩৮.১৬-৭৮০(৩০)                     তারিখঃ- ২৪/১০/২০১৬খ্রিঃ

 

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে অত্র উপজেলার উপজেলা মাধ্যমিকশিক্ষা  অফিসের জাতীয় তথ্য বাতায়ন তথ্য হালনাগাদ করনের নিমিত্তে কিছু তথ্য প্রদত্ত হলো ।

১। কর্মকর্তা ও কর্মচারীর বদলী হয়নি পূর্বের যাহা ছিল তাহাই ঠিক থাকবে ।

২।  ৬ষ্ট হতে ১০ম শ্রেণী পর্যমত্ম মাউশি নিয়ন্ত্রনাধীন সেকায়েপ প্রকল্প ছাত্র ও ছাত্রীদের বছরে দুইবার  উপবৃত্তি প্রদান করছে কিমত্ম ২০১৬

     সনের জুলাই-ডিসেম্বর ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং মাধ্যমে শিÿার্থীদের উপবৃত্তি দেয়ার নিমিত্তে হিসাব খোলার কাজ চলমান রয়েছে ।

৩। উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক প্রকল্প মাউশি নিয়ন্ত্রনাধীন হত-দরিদ্র  ছাত্র ও ছাত্রীদের উপবৃত্তি মোবাইল ব্যাকিং পদ্ধতিতে প্রদান

     করা হয় ।

৪। সণাতক পর্যায়ে উপবৃত্তি প্রকল্প হত-দরিদ্র শিÿার্থীদের মোবাইল ব্যাকিং পদ্ধতিতে প্রদান করছেন ।

৫। উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা মাসিক সমন্বয় সভার একজন সদস্য এবং পূর্ব ছাতনাই ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব

      পালন করে থাকেন ।

৬। উপজেলা মাধ্যশিক শিÿা কর্মকর্তা, জেএসসি,এসএসসি,এইচ,এসসি ও সণাতক পর্যমত্ম ফাইনাল পরীÿার দায়িত্ব পালন করে থাকেন ।

৭।  সৃজনশীল মেধা অন্বেষন পরীÿা, জাতীয় শিÿা সপ্তাহ, জাতীয় দিবস পালনে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে থাকেন ।

৮। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সভার নোটিশ মোতাবেক দায়িত্ব পালন করে থাকেন ।

৯। উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা, স্কুল,মাদ্রাসা ও কলেজ সমূহ পরিদর্শন করে থাকেন । এবং মাসিক পরিদর্শন রিপোর্ট জেলা শিÿা

     অফিসে প্রেরন করে থাকেন ।

১০ ।  নিমণ মাধ্যমিক বিদ্যালয়=০৯ টি, মাধ্যমিক বিদ্যালয়=৩৫টি,(সরঃ০২টি)স্কুল এন্ড কলেজ=০৫টি, সর্বমোট প্রতিষ্ঠান =৪৯টি

১১। দাখিল মাদ্রাসা=১৬টি,আলিম মাদ্রাসা=০২টি ,ফাজিল মাদ্রাসা=০৪টি=২২টি

১২। উচ্চ মাধ্যমিক কলেজ=০৪টি, ডিগ্রী কলেজ=০৪টি=০৮টি

১৩। বিএম কলেজ ৬টি ।

১৪। ICT মালামাল পেয়েছে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে  ৫২টি প্রতিষ্ঠান । ১৯টি প্রতিষ্ঠান এখনও ICT মালামাল পায়নি ।

১৫। ICT মালামাল কলেজ পর্যায়ে পেয়েছে ০৫টি প্রতিষ্ঠান । ICT মালামাল ০৩টি প্রতিষ্ঠান পায়নি ।

১৬। ICT মালামাল কারিগরী প্রতিষ্ঠান পেয়েছে ০১টি প্রতিষ্ঠান । ICT মালামাল ০৫টি প্রতিষ্ঠান পায়নি ।

১৭। স্কুল+কলেজ+বিএম কলেজ+ মাদ্রাসা= সর্বমোট প্রতিষ্ঠান সংখ্যা=৮৫ টি তৎমধ্যে ওয়েব সাইড চালু করেছে ৩৫টি প্রতিষ্ঠান।

১৮। ল্যাবভূক্ত প্রতিষ্ঠান সংখ্যা=১০টি ।

১৯। শেখ রাসেল ল্যাব ০৪টি প্রতিষ্ঠান পেয়েছে ।

২০। কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব ০৮টি প্রতিষ্ঠান নির্বাচিত আছে ।

২১। UITRCE ডিমলা ভবন ব্যানবেইজ কৃর্তক প্রতিষ্ঠিত হয়েছে এ যাবত স্কুল,কলেজ ও মাদ্রাসা সমূহের ১৯০ জন শিÿক/শিÿÿকা

       ICT প্রশিÿণ গ্রহন করেছে ।

২২। ২০১৬ ইং সনে হিসাব অনুযায়ী ০২ সরকারি বিদ্যালয়ের শিÿক সংখ্যা=১৯জন

২৩। বেসরকারি ৪৭টি শিÿা প্রতিষ্ঠানের শিÿক সংখ্যা=৫৫১ জন

২৪। মাদ্রাসা ২২টি শিÿা প্রতিষ্ঠানের শিÿক সংখ্যা=৩৬৭ জন ।

২৫। বেসরকারি স্কুলের শিÿার্থী সংখ্যা ১৬০২০জন এবং সরকারি স্কুল শিÿার্থী সংখ্যা ৫৪১জন ।

২৬। মাদ্রাসা পর্যায়ের শিÿার্থী সংখ্যা=৬০০০জন ।

২৭। মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা বিনামূল্যে বই বিতরন চলমান রয়েছে ।